মালদা

শ্রমিক সরবারহ নিয়ে দুই ঠিকাদারের বচসা, চাঞ্চল্য কালিয়াচকের বামনগ্রামের হারুচক এলাকায়

শ্রমিক সরবারহ নিয়ে দুই ঠিকাদারের বচসা। যার জেরে এক ঠিকাদারকে পাথর দিয়ে মাথা থেঁতলে খুনের চেষ্টা ও মারধর সহ তার স্ত্রীকেও মারধর করার অভিযোগ উঠল অপর এক ঠিকাদারের বিরুদ্ধে। ঘটনায় আহত এক ঠিকাদার মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে মালদার কালিয়াচক থানার বামনগ্রামের হারুচক এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

আহত ঠিকাদারের নাম সেলিম শেখ(৪০)। বাড়ি কালিয়াচক থানার বামনগ্রামের হারুচক এলাকায়। তার স্ত্রী জানায় তার স্বামী শ্রমিক সরবারহের কাজ করে। এলাকার আর এক ঠিকাদার হাসান শেখ সেলিমের শ্রমিকদের বেশী টাকা দিয়ে নিজের দখলে নিয়ে নেয়। এই নিয়ে এদিন বিবাদ চরম আকার নিলে রাত্রি বেলা হাসান দলবল নিয়ে সেলিমের ওপর চরাও হয়ে মারধর শুরু করে। অভিযোগ তাকে পাথর দিয়ে মাথা থেঁতলে খুনের চেষ্টা করে। ঘটনা দেখতে পেয়ে স্ত্রী বাঁধা দিতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় গ্রামবাসীরা আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। আহত দুইজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে স্ত্রীকে ছেড়ে দেওয়া হলেও সেলিমকে মালদা মেডিক্যালে পাঠানো হয়েছে। আহতর পরিবারের পক্ষ থেকে কালিয়াচক থানায় হাসান সহ পাঁচজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার অভিযুক্তরা গা ঢাকা দিয়ে রয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

এই ঘটনায় আহত ঠিকাদারের স্ত্রী সালমা বিবি অভিযোগ করে বলেন, হাসান শেখ তার স্বামীর শ্রমিকদের বেশী টাকা দিয়ে নিজের দখলে নিয়ে নেয়। আর এই নিয়েই তার স্বামীর সঙ্গে বিবাদ শুরু হয়। এদিন রাতে হাসান শেখ ও তার দলবল নিয়ে বাড়িতে আসে, ও স্বামীকে বাইরে ডেকে নিয়ে ব্যাপক মারধর শুরু করে। স্বামীকে বাঁচাতে গেলে তাকেও মারধর করে হাসান ও তার দলবল বলে অভিযোগ করেন তিনি। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/HNoThpGJo2U